মোথাবাড়ি

বিরোধী দলে ভাঙন!

 

মোথাবাড়ি বিধানসভার যোগদান সভা অনুষ্ঠিত হলো সোমবার। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ নম্বর ব্লকের মেহেরাপুর গঙ্গাধর হাইস্কুলে এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয়।

    এদিন এই উপলক্ষে মেহেরাপুর গঙ্গাধর হাই স্কুল ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, কালিয়াচক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফিরোজ শেখ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন প্রায় ৮০০ জন কর্মী বিভিন্ন দল ছেড়ে তারা যোগদান করেন তৃণমূলে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।